ভৈরবে মৎস্য আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা


জয়নাল আবেদীন রিটন: স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ভৈরবে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মৎস্য আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ভৈরব নৈশ মৎস্য আড়তের মামনি এন্টারপ্রাইজ থেকে ৩৫ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ রেদোয়ান রাফি।


ভ্রমমান আদালতের ম্যাজিস্টেট মোহাম্মদ রেদোয়ান রাফি বলেন, বিষাক্ত জেলি মানব দেহের জন্য ক্ষতিকর। আর সেই জেলি চিংড়ি মাছে মিশিয়ে কৃত্রিম ভাবে ওজন বৃদ্ধি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। সেই প্রেক্ষিতে আজ বুধবার ভৈরব নৈশ মৎস্য আড়তে অভিযান চালিয়ে মামনি এন্টারপ্রাইজে ৩৫ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ উদ্ধার করে জব্দ করা হয়। আর মামনি এন্টারপ্রাইজ এর পরিচালক মো: কাসেম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। এ সময় ভৈরব উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, সহকারী মৎস্য কর্মকর্তা ও ভৈরব নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


Post a Comment

Previous Post Next Post