জয়নাল আবেদীন রিটন: স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের ভৈরবে ৪২ লক্ষাধিক টাকা মুল্যের গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ সকাল পৌনে ১১ টায় শহরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মেরাশানি মধ্য পাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে. মো. বশির মিয়া (৩৩) ও একই জেলার সরাইল থানার অচালিয়া পাড়ার মো. শফি মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩০)।
ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি সাংবাদিকদের জানান , গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল পৌর শহরের নিউ টাউন এলাকায় আজ সকালে বিশেষ অভিযান পরিচালনা করেন। তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ১১ টায় একটি টয়েটা নোহা গাড়ি চেক পোষ্টের কাছে আসলে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে গড়িটির ভেতর থেকে ২১১ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করে র্যাব। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ ২০ হাজার টাকা। মাদক পাচারে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবত মাদকের বিভিন্ন চালান দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল। আজও তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মাদকের চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করে আসামিদ্বয়কে আলামত সহ হস্তান্তর করা হয়েছে।
Post a Comment