গুরুদয়াল মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ অনলাইন পরিবারের ঈদ মিলনমেলা

আজ কিশোরগঞ্জ সদর উপজেলার গুরুদয়াল মুক্তমঞ্চে কিশোরগঞ্জ অনলাইন পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক জমকালো ঈদ মিলনমেলা।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে। পরে কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জেলার মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনায় উঠে আসে নানা গুরুত্বপূর্ণ দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. কামাল উদ্দিন, কর্ণধার ‘আদর ঘর’। সভাপতিত্ব করেন ডা. মো. ইলিয়াছ সাহেব, উপদেষ্টা—কিশোরগঞ্জ অনলাইন পরিবার। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

Post a Comment

Previous Post Next Post