ভৈরবে অটো চালক দম্পতির বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়ায় এস আাই আল মামুন ক্লোজড

অটো রিকশা চালক দম্পতি বিরুদ্ধে মাদকের মিথ্যা মাদক মামলা দিয়ে টাকা নেয়ার অভিযোগে ভৈরব থানার এসআই আল মামুনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম সেবা)। 

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, মাদকের সাথে কোন আপোস নয়। আজ দুপুরের একটি পরিবার এসআই মামুন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জানতে পেরেছি। আপাতত এস আই আল মামুনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রমাণাদী পেলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, গত ৮ মার্চ রাতে মাদক ব্যবসায়ী আকবর আলীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় এস আই শ্যামল ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আকবর ও তার স্ত্রী রুবি বেগমের নামে মামলা না দিয়ে উল্টো তারই ছোট ভাই মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতি বেগমের কাছে ১ লাখ টাকা দাবী করে এস আই আল মামুন ও শ্যামল। টাকা না দেওয়ায় অটো চালক দম্পতিকে এস আই আল মামুন গ্রেফতারের হুমকি দেয়। ১১ মার্চ রাত ১ টায় এস আই আল-মামুন অটো চালক মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে আটক করে পুনরায় ১ লাখ টাকা দাবী করে। মামলা থেকে বাঁচার জন্য প্রতিবেশির কাছ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে ছাড়া পায় অটো চালক দম্পতি। 



এ বিষয়ে ৪ এপ্রিল ভুক্তভোগী পরিবার এস আই আল মামুন ও এস াাই শ্যামল দেবনাথের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সন্মেলন করেন মোহাম্মদ আলী ও তার পরিবার। সংবাদ সন্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন এস আই মামুন মাদক ব্যবসায়ী আকবর ও তার স্ত্রী রুবি বেগমের সাথে যোগ সাজশে মামলায় আসামী করেন।

সংবাদ সন্মেলনের বিষয়টি বিভিন্ন মিডিয়াতে প্রচার হলে কিশোরগঞ।জ জেলার পুলিশ সুপার এস আই মামুনকে জেলঅ পুলিশ লঅইনে ক্লোজড করেন।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক আল মামুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার বাদী শ্যামল চন্দ্র দেবনাথ। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। 

শ্যামল চন্দ্র দেবনাথ এর সাথে কথা হলে তিনিও অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক উদ্ধারের ১ দিন পর মাদক মামলা দায়ের করেছি। কার মাদক দিয়ে কাকে মামলা দিয়েছি তখনতো কেউ এসে আমাাকে জিজ্ঞাসা করেনি।

Post a Comment

Previous Post Next Post