বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার পর রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন জানান, মরহুমের নামাজে জানাজা আজ রাত ১০টায় জামিয়া নূরিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হাফেজ্জী হুজুর মাওলানা মোহাম্মদ উল্লাহর কনিষ্ঠ পুত্র। তিনি চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। তাঁর অপর তিন ভাই আহমদুল্লাহ আশরাফ, ওবায়দুল্লাহ ও হামিদউল্লাহ ইতিপূর্বে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন মাওলানা আতাউল্লাহ। ঈদের আগে তাঁকে রাজধানীর একটি হাসপাতাল থেকে জামিয়া নূরিয়া ইসলামিয়ায় স্থানান্তর করা হয়। এই মাদ্রাসার মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ধারাবাহিক ধর্মীয় নেতৃত্ব ও জ্ঞানের আলো ছড়ানো এ আলেম ১৯৯৬ সাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ঐতিহাসিক আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে শেষ সময়ে তিনি এ দায়িত্ব পালন করতে পারেননি। আজ বাদ জুমা সেখানে তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
Post a Comment