করিমগঞ্জে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে প্রাণ হারালেন তরুণ উমর সিদ্দিক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাছ ধরার সময় ধনু নদীতে ডুবে উমর সিদ্দিক (১৮) নামের এক তরুণের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উমর সিদ্দিক নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন এবং পরে ডুবুরির সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সকালের আনন্দ মুহূর্তে বিষাদের ছোঁয়া

নিহত উমর সিদ্দিক স্থানীয় এক পরিবারের সন্তান। প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার সকাল ১১টার দিকে উমর তার চাচাতো ভাইয়ের সঙ্গে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। সুতারপাড়া গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা ধনু নদীর পাড়ে পৌঁছে দুজন মিলে পানিতে নেমে পড়েন। কিছুক্ষণ একসাথে সাঁতারের পর উমরের চাচাতো ভাই নদী থেকে উঠে আসলেও উমর সিদ্দিক আর উঠে আসেননি।

নদী থেকে না ওঠায় সন্দেহ, পরে খোঁজ শুরু

চাচাতো ভাই প্রথমে ভেবেছিলেন উমর হয়তো অন্যদিকে সাঁতার কেটে চলে গেছেন। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পরও কোনো সাড়া না পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর স্থানীয় লোকজন নিয়ে নদীর আশেপাশে খোঁজাখুঁজি শুরু হয়।

ডুবুরি দলের উদ্ধার অভিযান

পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে বিকেল ৪টা ২০ মিনিটে একটি পেশাদার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরিরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে উমর সিদ্দিকের নিথর দেহ উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি ও মৃত্যুর ঘোষণা

উদ্ধারের পর সঙ্গে সঙ্গেই করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। পরে যথাযথ প্রক্রিয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তবে আনুষ্ঠানিক ময়নাতদন্ত ছাড়াও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তাও যাচাই করা হবে।

পরিবারে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া

তরুণ বয়সে উমর সিদ্দিকের এমন করুণ মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা-বাবা, ভাই-বোনসহ আত্মীয়স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন। এলাকাবাসী বলছেন, উমর ছিলেন একজন ভদ্র ও সদালাপী ছেলে। তার এভাবে অকালপ্রয়াণে সবাই মর্মাহত।

Post a Comment

Previous Post Next Post