বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল



রাইয়্যান: স্টাফ রিপোর্টার

পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা, যেখানে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রঙে, ঢোল-বাদ্যে, উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ করে নেয়।

সোমবার সকালে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। শোভাযাত্রার প্রথম সারিতেই ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক, যিনি নিজেই নেতৃত্ব দেন এই বর্ণিল মিছিলের। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো পথজুড়ে ছিল নানা রকমের মুখোশ, পটচিত্র, ঘোড়া, মাছ, পাখি, সূর্যসহ নানা বৈশাখী প্রতীক। বাদ্যযন্ত্রের তালে তালে কোমর দুলিয়ে নেচেছেন শিশুরা, তরুণ-তরুণীরা, এমনকি বয়স্করাও।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবীরা পুরো রুটজুড়ে তৎপর ছিলেন।

জেলা প্রশাসক বলেন, “বাঙালির চিরায়ত সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করতেই এই আয়োজন। আমরা চাই নতুন বছরটি হোক শান্তি, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক।”


Post a Comment

Previous Post Next Post