পাকুন্দিয়ার চরকাওনা গ্রামের একতা শান্তি সংঘ-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ


কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের একতা শান্তি সংঘ-এর উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮৪ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করেছে  সংগঠনটির সদস্যবৃন্দ ।

শনিবার (৩০ মার্চ) সংগঠনের সদস্যগণ উপজেলার মুনিয়ারীকান্দা বাজারে একটি গরু জবাই করে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত জাঙ্গালিয়া ইউনিয়নের ৭নং,৮নং ওয়ার্ডের গরীব ও অসহায়দের মাঝে গরুর গোশত বিতরণ করেন । 

সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল কবির ও সহ-সভাপতি মোঃ তানভীরের নেতৃত্বে সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ শাকিল, সহ-সভাপতি আলামিন ও ফরহাদ, কোষাধ্যক্ষ বজলুর রশীদ,যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ,আরিফ ও বিজয়, প্রচার সম্পাদক রামিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তানভীরসহ সংগঠনের সদস্যবৃন্দ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৭নং ও ৮নং ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে গরুর গোশত পৌঁছে দেন।বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে হত-দরিদ্র পরিবারগুলো ঈদ উপহার পেয়ে খুশি হয়েছেন ।


এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ আসাদুল্লাহ  বলেন, ‘আমরা নিজেরা ঈদে আনন্দ করি। কিন্তু এখনো এই সমাজে অনেক অসহায় দরিদ্র মানুষ ঈদের দিন সামান্য গরুর গোশত রান্না করে খেতে পারে না । তাই তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য এই ক্ষুদ্র আয়োজন করেছি।। কাজটি করতে পেরে আমার খুব ভাল লাগছে।’


উল্লেখ্য, গত ২০২৪ সালের ৬ই জুন ‘সুপ্ত বিবেক জাগ্রত করি ,অসহায়দের সহযোগিতা করি’ স্লোগান ধারণ করে মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটির সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।

Post a Comment

Previous Post Next Post