নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ সংবাদ
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে শিয়ালের কামড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম আরাফ। সে ওই গ্রামের মো. লিংকনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে আরাফ। ইফতারের পর পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় এক ফাঁকে শিশুটি উঠানে চলে আসে। এ সময় একটি শিয়াল তাকে গলায় কামড়ে টেনে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
আরাফের দাদা লালু মিয়া বলেন,
"আমার নাতি আরাফ ইফতারের পর উঠানে খেলছিল। হঠাৎ করেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর মসজিদে মাইকিং করা হয়। পরে একজন গ্রামবাসী জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়াল দেখতে পেয়ে ডাক দেয়। আমরা ছুটে গিয়ে দেখি, আমার নাতির গলায় শিয়ালের কামড়ের দাগ, বুকের মধ্যে নখের দাগ। দ্রুত একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।"
আরাফের বাবা লিংকন বলেন,
"রমজানে বাসায় ইফতার করার পর আমি দোকানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আমার কাছে গিয়ে ছেলেকে খুঁজতে বলে। দোকান থেকে এসে দেখি, আমার সন্তানের নিথর দেহ পড়ে আছে। আমার মাসুম বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।"
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
Post a Comment